শনিবার বিকেল ৪টায় রাজধানীর আফতাব নগরের মুহাম্মদ আসাদ বক্সিং এরেনায় অনুষ্ঠ൲িত হয় ‘মুহাম্মদ আসাদ নকআউ🅷ট চ্যালেঞ্জ’ নামে একটি আকর্ষণীয় পেশাদার বক্সিং টুর্নামেন্ট।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান টুর্নামেন্টটি উদ্বোধন করেন। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়া🃏মী লীগের উ༒পদেষ্টামণ্ডলির সদস্য ও সোসাইটির উপদেষ্টা মুজাফফর হোসেন পল্টু।
এছাড়াও অতিথি ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন, বিশিষ্ট শিল্পপতি আꦏসরাফ আলি খান মনজুর।
বাংলাদেশের ൲ইতিহাসে প্রথমবারের মতো ১০ রাউন্ডের লড়াই হয় দেশসেরা দুই বক্সার আব্দুল মুতাল্লিব ও জয়নুল ইসলাম জয়ের মধ্যে। বিজ্ঞপ্তি