ইউরোপা কাপের ফাইনালের হেরে যায় রোমা। সেভিয়ার বিপক্ষে হেরে মেজাজ হারান রোমার ক🌱োচ জোসে মরিনহো। এরপর রেফারিকে আপত্তিজনক মন্তব্য করেন এই পর্তুগিজ কোচ। সেই আপত্তিজনক মন্ꦬতব্যের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
গত ৩১ মে বুদাপেস্টে ইউরোপা কাপের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের পর ট্রাইব্রেকারে হারে𝓰 রোমা। ওই ম্যাচে মরিনহোসহ ১৪টি হলুদ কার্ড দেখান রেফারি অ্যান্থনি টেইলর।
ইউরোপা কাপের ফাইনালে রেফারি টেইলরের বিপক্ষে ম্যাচে আপত্তিকর মন্তব্যের পর &nb꧑sp;সংবাদ সম্মেলনে পক্ষপাতিত্বের অভিযোগ করেন মরিনহো। বুদাপেস্টে ওই ম্যাচে এমন আচরণের জন্য মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা।
ফাইনালে উভয় ক্লাবের উগ্র সমর্থকদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনা হয়েছে। শাস্তি পেয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। এই ক্লাবটি আগামী ইউরোপিয়ান মৌসুমে প্রতিপক্ষের মাঠে একটি ম্যাচে টিকিট কিনতে পারবে না। এছাড়া জরিমানা করাও হয়েছে ৫৫ হাজা🏅র ইউরো।