• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বাজে বলে আখ্যা দিয়েছেন মাইকেল ভন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০৬:৪৪ পিএম
অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বাজে বলে আখ্যা দিয়েছেন মাইকেল ভন
ফাইল ছবি

অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশরা আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৩ রান করেছে। এরপর জবাবে অজিরা প্রথম ইনিংসে রক্ষণশীল ভঙ্গিতে ব্যাট করে। তাদের এমন খেলা দেখে হতবাক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার দেখা বাজে মুহূর্তের একটিকে আখ্যায়িত দিয়েছে অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্য꧙াটিংয়ে।

এই ম্যাচে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের ৭১ রান এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স ৩৬ রান করে আউট হন। এরপর টড মারফির ৩৪ রানের কল্যানে ২৯৫ রান তোলে অজিরা। তাতেই দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১২ রানের লিড নিতে পেরেছে। এদিন ইংল্যান্ডের সুইং 🐭বোলাদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ব্যাট করেছে ধীরেসুস্থে। 

মাইকেল ভন বলেন, “তারা ট্রফি নিশ্চিত বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু আমি এর আগে অস্ট্রেলিয়াকে এত নিরেপেক্ষ ভাবে খেলতে দেখিনি। তারা সাধারণত আক্রমণাত্মক হয় এবং খেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা শুধু লম্বা সময় ধরে ব্যাট করার চেষ্টা করেছে। এটা ভুলেই গিয়েছে য༺ে বোলারদের উপরে কিছুটা চাপ প্রয়োগ করা প্রয়োজন। আজ সকালে তাদের যে ভাবে ব্যাট করতে দেখেছি আমার দেখা অস্ট্রেলিয়ার সব থেকে বাজে ব্যাটিং এটি। তারা সাধারণত এই ভাবে খেলে না।”

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড এই ম্যাচে প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট শিকার ক⛎রেছেন। তিনি সফরকারীদের ব্যা🔯টিং দেখে বিস্মত হননি।

ব্রড বলেন,” তারা তাদের খেলার ধরনে অটল থেকেছে, যে ভাবে খেলে তারা সাফল্য পেয়ে আসছে অনেꦓক বছর ধরে। আমাদের খেলার ধরন অন্য দল গুলো অনুসরণ করতে চাই না। এটা আমাদের জন্য খুবই ভালো দিক। কিন্তু দিনশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশিপের চ্যাম্পিয়ান দল অস্ট্রিলিয়া, ঘরোয়া গ্রীষ্মের সবগুলো ম্যাচ তারা জিতেছে। আমরা ভিন্ন ধরনের খেলি বলেই তারা তাদের নিজেস্ব ধরন তো বদলাবಌে না।” 

Link copied!