• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সুয়ারেজ-মেসির নৈপূণ্যে জিতলো মায়ামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০২:১৬ পিএম
সুয়ারেজ-মেসির নৈপূণ্যে জিতলো মায়ামি
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলের হয়ে সবশেষ ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার গোল পেলেন না আটবারের ব্যালন ডি-অর জয়ী মেসি। গোল না পেরেও গোল পেতে সহায়তা করেছেন তিনি। এতে করে প্লে-অফে শুভ সূচনা করেছে ইন্টার মায়ামি। ܫ;

শনিবার ভোরে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ২-🐠১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেছেন সাবা লোবঝানিদজে। অন্যদিকে মায়ামির হয়ে গোল দুটি করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ম্যাচে গোল না পেলেও মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন জর্দি আলবা।

ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ৩৪ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ৭৪। ২২ জয় এবং🌠 ৮ ড্রয়ের পাশাপাশি ৪টিতে হেরেছে মেসি-সুয়ারেজের দল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কলাꦺম্বাস ক্রুয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে মেসির দল। 

এদিন ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। ম্যাচ শুরুর ২ মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন লুইস সুয়ারেজ। আটালান্টার ডি-বক্সের বাইরে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের মধ্যে থাকা গোমেজের দিকে বল বাড়ান জর্দি আলবা। বল পেয়ে সঙ্গে 🔯সঙ্গে সুয়ারেজের দিকে বাড়িয়ে দেন গোমেজ। জোরালো শটে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার।

ম্যাচের 💧৩৯ মিনিটে খেলার ধারার বিপরীতে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে মরিয়া হয়ে পড়ে মায়ামি। ৪৭ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করে দেয়া এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মায়ামিকে লিড এ🅠নে দেন আলবা। আটালান্টার ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে আলবার উদ্দেশ্যে বল বাড়ান মেসি। সুবিধাজ💛নক স্থানে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান সাবেক বার্সেলোনা সতীর্থ।

তিন ম্যাচের প্লে–অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ১০ নভেম্বর চ🐻েজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।

Link copied!