চলতি বছর বিশ্ব ক্রীড়াঙ্গন ছিল ঘটনাবহুল।। শ্রীলঙ্কার চমক জাগানো এশিয়া কাপ জয়, ৩৬ বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়সহ নানা ঘটনায় সারাবছরই বিশ্ব ক্রীড়াঙ্গন ছিল আলোচনাময়। চলুঙ্ক দেখে নেওয়া যাক,𓃲 ২০২২ সালে বিশ্ব ক্রীড়াঙ্গানে আলোচিত ঘটনাগুলো...
টেনিস থেকে রজার ফেদারের অবসর
চলতি বছরের সেপ্টেম্বরে পেশাদার টেনিস ক্যারিয়া🤡রের ইতি টেনে দিয়েছেন কিংবদন্তী সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। ২৪ বছরের ক্যারিয়ারে ৫০০ এর বেশি ম্যাচ খেলা ফেদেরার ২০টি গ্রান্ডস্লাম জিতেছেন এই তারকা টেনিস খেলোয়াড়।
ইংল্যান্ড নারী দলের ইউরো জয়
১৯৬৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড পুরুষ ফুটবল দল। এরপর দীর্ঘ ৫৬ বছর ফুটবলে বড় ক𒁃োনো সাফল্য ছিল না ইংলিশদের। ২০২২ সালে এসে ৫৬ বছরের খরা ঘুচিয়ে ইংল্যান্ডকে শিরোপা জেতায় নারী ফুটবল দল।
চলতি বছর ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরো🦩র শিরোপা জিতেছে ইংল্যান্ডের নারীরা।
সেরেনা উইলিয়ামসের অবসর
পেশাদার টেনিস ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন মার্কিন নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৩ গ্রান্ডস্লাম জয়ী এই তারকা চলতি বছরের সেপ্টেম্বরে টেনিসকে বিদায় বলে দেꩲন।
শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়
রাজনৈতিক অস্থিরতা♈য় নিজেদের দেশে চলতি বছরের এশিয়া কাপ আয়োজন করতে পারেনি শ্রীলঙ্কা। রীতিমতো বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে তারা।
আসরের প্রথম 𝔍ম্যাচে আফগানদের বিপক্ষে লজ্জার হারে দুঃস্বপ্নের মতো শুরু হয় লঙ্কানদের। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ের পর রীতিমতো রূপকথার প্রত্যাবর💜্তনের জন্ম দেয় তারা।
ফা𓄧ইনালে 💎পাকিস্তানকেও হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতে যায় শ্রীলঙ্কা। যদিও এশিয়ান চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বই পার করতে পারেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছর অস্ট্রেলিয়ায় বসেছিল টꦏি-টোয়েন্টি বিশ্বকাপে🌃র অষ্টম আসর। অঘটনে ভরপুর এবারের আসরকে বলা হচ্ছে ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
সেমিফাইনালে উঠতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। অথচ সেই ম্যাচেই প্রোটিয়াদের হারিয়ে বাড়ি পাঠিয়ে দেয় ডাচরা। এছাড়া শꦰ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার জয়ও এবারের বিশ্বকাপের উল্লেখযোগ্য অংশ।
সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হেরে খাঁদের কিনারায় চলে গিয়েছিল পাকিস𒀰্তান। অথচ ডাচদের জয়ে সেই পাকিস্তান শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে। সেখানে নিউজিল্যান্ডকে সহজে হারালেও অবশ্য আটকে যায় ফাইনালে।
পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ইংল্য🗹ান্ড।এর আগে সেমিফাইনালে ভারতকে স্রেফি উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড।
১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড
১৭ বছর পর চলতি বছরে পাকিস্তান সফর করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরে প💛াকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ইংলিশরা।
কাতার বিশ্বকাপ
টানা ৩৬ ম্যাচ জিতে কাতার বিশ্𓆏বকাপ খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। নামের পাশে হট𓂃 ফেভারিটের তকমা লেগে থাকা মেসির দল প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরে বসে।
এরপর শেষ ষোলোতে ওঠা শঙ্কায় 🉐পড়ে গিয়েছিল আর্জেন্টিনার। তবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দল𝓰টিকে। একের পর এক মেসি যাদুতে প্রতিপক্ষগুলোকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
ফাইনালে ফ্রান্সকে হা🍬রিয়ে ৩৬ বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। পঞ্চমবারের চেষ্টায় বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।