আটবারের ব্যালন ডি’অর ❀জয়ী লিওনেল মেসির দল ইন্টার মায়ামি প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে হেরেছে। যার ফলে যুক্তরাষ্ট্রর মেজর লিগ সকারের কনফারেন্স সেমিফাইনালে ওঠার জন্য দুই দ💦লের মধ্যকার তৃতীয় ম্যাচটি নির্ধারক হয়ে দাঁড়াল।
গত আগস্টে সর্বশেষ লিগস কাপের ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি। ১০ ম্যাচ পর এবার তাদের তিক্ত দিন এলো প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের মাঠে। দলের প্রধান তারকা মেসির আরেকটি গোল-অ্যাসিস্ট🌼হীন ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে হেরেছে। আর্জেন্টাইন অধিনায়কের মতোই বিবর্ণ ছিলেন সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় লিওনেল মেসিরাই। ৪০ মিনিটে প্রতিপক্ষ 🌺গোলরক্ষক ব্র্যাড গুজান গোল কিক নিতে গিয়ে বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর 🍌পায়ে। রেডোন্ডোর পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন হেক্টোর মার্তিনেজ।
তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় আটালান্টা। ৫৮ মিনিটে দলটিকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অসাধারণ এক শটে আটলান্টাকে 🤡কাঙ্ক্ষিত জয় এনে দেন জান্দে সিলভা। এ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আটলান্টা ইউনাইটেড।
ফ্লোরিডায় ইস্টার্ন কনফারেন্স প্লে-অফের তৃতীয় 🔯ম্যাচে ১০ নভেম্বর মুখোমুখি হবে দুই দল।