• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দর্শক সারিতে মেসি, সুয়ারেজের জোড়া গোলে প্লে অফে মায়ামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৫:৫২ পিএম
দর্শক সারিতে মেসি, সুয়ারেজের জোড়া গোলে প্লে অফে মায়ামি
গোল করছেন লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই সবার আগে এমএলএসের প্লে অফে উঠে গেল ইন্টার মায়ামি। ক্লাবটির হয়ে গত ২ জুন সর্বশ📖েষ মাঠে নামা ফুটবল তারকা মেসি এদিন গ্যালারিতে বসে দলের জয় স্বচক্ষে দেখেছেন। সেইসঙ্গে দেখেছেন বন্ধু-সতীর্থ লুইস সুয়ারেজের জোড়া গোল। ওই দুই গোলেই এফসি সিনসিনাটির বিপক্ষে জয় তুলে নিয়েছে মায়ামি।

রোববাꦍর ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় অসাধারণ পা🎉রফরমেন্স করেছেন সুয়ারেজ। প্রথম ৬ মিনিটের মধ্যেই তিনি জোড়া গোল করে ফেলেন। ম্যাচের এক মিনিট পেরোতেই বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। এই ধাক্কা সামলানোর আগেই ম্যাচের ৬ষ্ঠ মিনিটে সিনসিনাটি দ্বিতীয় গোল খেয়ে বসে।

মাতিয়াস রোহাসের সঙ্গে বল দেওয়া–নেওয়া করে বক্সে𒉰 💮ঢুকে নিঁখুত ফিনিশিংয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের বাকি সময় মায়ামি আর গোল করতে পারেনি। বরং ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় দলটিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। তাই গোল করার চেয়ে গোল বাঁচানোতেই বেশি মনোযোগ দিতে হয়েছে তাদের।

Link copied!