ম্যাচ শুরু হয়েছিল আধ ঘণ্টা পর। খেলা শুরু করা গেলেও বৃষ্টির পানি শুকানো যায় নি। বাধ্য হয়ে গোড়ালি সমান পানিতেই নামতে হয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ফুটবলারদের। কদমাক্ত মাঠে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করে𓂃 তারা।
ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়ে মাঠকে দোষারোপ করেন লিওনেল মেসি। মাঠের কন্ডিশন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি বলে অভিযোগ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপের লাতিন আꦇমেরিকা বাছাইপর্বের খেলায় ভেনেজুয়েলার বিপক🧸্ষে করা ড্র-কে ‘কুৎসিত’ বলে উল্লেখ করেন মেসি।
ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘খু♓ব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে। আমরা ড্র করেছি, কারণ যা করতে চেয়েছি, মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’
মেসির সঙ্গে সুর মꦜিলিয়েছেন সতীর্থ রদ্রিগো ডি পলও। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা ফুটবল 🔯খেলতে পারিনি।’
কর্দমাক্ত মাঠে পেছনে পাস দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কারণে এই ধরনের পাস বেশি খেলেনি আর্জেন্টিনা। এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা পেছনের দিকে পাস খেলে বেশি ঝুঁকি নিতে পারিনি। প্রথমার্ধে আমরা পিছনের দিকে কয়েকটি 🐭পাস দিয়েছি। কিন্তু পানির কারণে সেটি ভালোমতো করা যায়নি। এটি খুব জটিল হয়ে দাঁড়িয়েছে।’
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। এই চোটে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছেন মেসি। এ বিষয়ে মেসি বলেন, ‘এটা আমার জন্য দীর্ঘ সময় ছিল। ক্লাবের (ইন্টার মিয়ামি) অনেকগুলো খেলা মিস 🅘করেছি। আমি ফিরতে পেরে খুশি। এখন আমরা এগিয়ে যেতে চাই এবং পরের ম্যাচে ভক্তদের সমর্থন চাই।’
অক্টোবর উইন্ডোতে বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে আ🅰র্জেন্টিনা। আগামী বুধবার ভোরে ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে নামবে মেসিরা।
লাতিন আমেরিকা বাছাইপর্বে♒ ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।