• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেসি ও রোনালদো খেলবেন একই ক্লাবে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৫:৩২ পিএম
মেসি ও রোনালদো খেলবেন একই ক্লাবে!
পাশাপাশি বসা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পিএসজির জার্সিতে একসঙ্গে খেলবেন দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল 🌄তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন খবর শোনা গিয়েছিল বেশ আগে। যদিও তা শেꦏষ পর্যন্ত ঘটেনি। কারণ, রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে যোগ দেন সৌদি প্রো লিগের আল নাসরে এবং মেসি পিএসজি ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রের এমএলএস লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে।

অবশ্য, দুই ফুটবলারের একসঙ্গে হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। আবারও গুঞ্জন শুরু হয়েছে, তাদের একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়𝓰ে খেলার। তেমন গুঞ্জন বা পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ꦓতা হবে বর্তমান সময়ের সেরা আশ্চর্যজনক ঘটনা।

স্পেনের মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া গণমাধ্যম মার্কা রিপোর্ট করেছে, মিয়ামিতে এক হতে পারেন মেসি ও রোনালদো। তাদের দাবি, মিয়𒅌ামিই এই উচ্চাভিলাসী আকাঙ্খা পোষণ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বসেরা ফুটবলারকে এক কাতারে নিয়ে আসার।

শুধু ফুটবলই নয়, ক্রীড়া দুনিয়ার ইতিহাসে মেসি-রোনালদোর যে দ্বৈরথ, তেমনটা♛ খুব কমই দেখা যায়। নাদাল-ফেদেরার, বোল্ট-গ্যাটলিন, মোহাম্মদ আলি-জো ফ্রেজারদের দ্বৈরথ কিংবদন্তী হয়ে আছে। তেমনই কিংবদন্তির পর্যায়ে মেসি-রোনালদোর দ্বৈরথ। এখনও দু’জনের কেউই আন্তর্জাতিক ফুটবল কিংবা ক্লাব ফুটবলকে বিদায় জানাননি।

তবে, দু’জনের দ্বৈরথ এখন আর খুব একটাඣ দেখার সুযোগ নেই। মেসি বার্সেলোনা এবং রোনালদো রিয়াল ছাড়া♑র পর সেই সুযোগ কমে যায়। তবুও ইউরোপিয়ান ফুটবলে যেটুকু দেখা-সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও শেষ হয়ে গেছে দু’জনের একজন যখন এশিয়া এবং অন্যজন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয়।

সৌদি আরব ভিত্তিক সাংবাদিক আবদুল আজিজ আল তামিমি প্রথম এই খবরটা জানাচ্ছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এরই মধ্যে মিয়ামি থেকে রোনালদোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমএলএসে আগামী মৌসুমে তাদের প্রজেক্টে রোনালদো ಌযোগ দিতে পারবেন কি না তা জানার জন্য। ক্লাবটি ২০২৫ সালে রোনালদোকে তাদের দলে নিতে চায়। 

Link copied!