• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

ফাইনাল হেরে বার্তা দিলেন এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০৯:১২ পিএম
ফাইনাল হেরে বার্তা দিলেন এমবাপে
ছবি: গেটি ইমেজস

ফাইনালের মঞ্চে তিনবার আর্জেন্টিনার বিপক্ষে পিছিয়ে পড়লো ফ্রান্স। তিনবারই দারুণ সব গোল করে দলকে সমতায় ফেরালেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। এমনকি টাইব্রেকারেও প্রথম শটে গোল করে লিꦬড এনে♔ দিয়েছেন দলকে। এত কিছুর পরও তিনি জায়গা পেলেন পরাজিত দলে।

আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর মাঠেই বসে পড়েছিলেন এমবাপে। চেহার দেখে বোঝা যাচ্ছিল, যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এত কিছু কর𓆉ার পর যখন জয়ের স্বাদ না পান, তখন তো আসলেই বাকরুদ্ধ হয়ে পড়ার কথা।

সেই যে চুপ করলেন এরপর আর কথাই বললেন না। নিজ দল, নিজের দেশের রাষ্ট্রপতিসহ আর্জেন্টিনা কোচ এসেও স্বা𝐆ন্তনা দিলেন। কিন্তু তাতেও আসলে খুব কাজ হয়নি।

মুখ🍃 বুঝে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিল꧂েন, ছবিও তুললনে মুখ গোমড়া করেই। তবে অবশেষে মুখ খুলেছেন এমবাপে, শুনিয়েছেন আশার বাণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোল্ড🎀েন বুট হাতে ছব𝓰ি আপলোড দিয়ে এক বাক্যের ক্যাপশনে এমবাপে লিখেছেন, “আমরা ফিরে আসব।”

মাত✃্র ২৩ বছর বয়স, এর মধ্যে প্রথম বিশ্বকাপ খেলতে এসেই চ্যাম্পিয়ন হয়েছেন দ্বিতীয় বিশ্বকাপেও ফাইনাল খেললেন। তার জন্য ফিরে আসার যথেষ্ট সময় তো পড়ে রয়েছেই।

Link copied!