প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে তাদের নিজস্ব মাঠে শেষ ম্যাচটা ভালো হলো না কিলিয়ান এমবাপের। তিনি হয়তো অনেক কিছুই প্রত্যাশা করেছিলেন। তবে ভাগ্য ত🐻াকে সেটা থেকে বিরত রাখলো।
পিএসজির হয়ে দীর্ঘ ৭ বছর একই ড্রেসিংরুম শেয়ার করেছেন, জমা করেছেন হাজারো স্মৃতি, রোববারের রাতের পর হয়তো এমবাপের জন্য প্যারিসের প্রিন্সেস দে পার্ক স্টেডিয়াম♛ চিরতরে বন্ধ হয়ে যাবে।
প্যারিসে এমবাপের বিদায় আর ফ্রান্সের লিগ ওয়ানের শিরোপ💜া জয়ের উৎসবের আয়োজন করেছিল পিএসজি। কিন্তু তুলুজের বিপক্ষে ১-৩ গোলেꦕ হেরে সেই আনন্দ মাটি হয়ে গেছে এমবাপেদের। প্যারিসের মাঠে পিএসজির জার্সিতে আর খেলতে নামবেন না এমবাপে। তবে মৌসুমের বাকি কয়েকটি ম্যাচে খেলতে পারেন এমবাপে। সেসব ম্যাচ অন্য মাঠে।
এমবাপের শেষ ইচ্ছেটা ছিল, চলতি মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাবেন। কিন্তু নিজের সেই ইচ্ছেও পূরণ করতে পারেননি তিনি। বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে♍ হেরে বিদায় নিতে হয়েছে আসরের সেমিফাইনাল থেকেই। জার্মানীর বুন্দেসলিগার ক্লাবটির কাছে দুই লেগেই হেরেছে এমবাপের দল।
অবশ্য প্রিন্সেস দে পার্কে নিজের শেষ ম্যাচটা ভালোভাবেই শুরু কর꧋েছিলেন এমবাপে। ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর পিএসজির হয়ে আর কেউ গোল করতে পারেননি।
আর তুলুজ হয়ে গোল করেন থিস ডালিঙ্গা (১৩ মিনিটে), ইয়ান �🍬�গোবো (৬৮ মিনিটে) ও ফাঙ্ক মাগরি ৯৫ মিনিটে।