• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিরোপা জিতিয়েই পিএসজিকে বিদায় জানালেন এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৬:১৯ পিএম
শিরোপা জিতিয়েই পিএসজিকে বিদায় জানালেন এমবাপে
বিদায়ী ম্যাচে এমন সম্মান এমবাপের জন্যই শোভা পায়। ছবি: সংগৃহীত

ফ্রান্স ফুটবলে কিলিয়ান এমব🥃াপে নামট🃏া কত গুরুত্ব বহন করে, সেটা বোঝা গেলো তার বিদায়ী ম্যাচেও। ফ্রেঞ্চ কাপ ফাইনাল শুরুর আগে এমবাপের সঙ্গে দেখা করতে পিএসজির ড্রেসিংরুমে গেলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফাইনাল শেষে এমবাপেকে কাঁধে তুলে নিয়ে শূন্যে ভাসালেন সতীর্থরা।

এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ার কথা এমবাপের। রোবব💃ার অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালই ছিল ২০২৩-২৪ মৌসুমে পিএসজির শেষ ম্যাচ। সে হিসেবে প্যারিসের ক্লাবের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন এমবাপে, বিদায় রাঙালেন শিরোপা হাতে।

লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় এমবাপের বিদায়ী ম্যাচে অলিম্পিক লিওঁকে🔜 ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপে 𒀰চ্যাম্পিয়ন হলো তারা। এর আগে ফরাসি লিগ ওয়ানের শিরোপাও জিতেছে পিএসজি।

ফাইনালে ২২ মিনিটে উসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি, ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিয়ান রুইজ। ৫৫ মিনিটে একটি গোল শোধ করেন লিঁওর জেইক ও’ব্রায়েন। তবে শেষ পর্যন্ত 🌠পিএসজির জয় ঠেকাতে পারেনি।

বিদায়ী ম্যাচে গোল পাননি এমবাপে। তারপরও সবটুকু আলো ছিল তার ওপরই। সব মিলিয়ে ৭ বছরে পিএসজির হয়ে ১৫টি ট্রফি জিতেছেন এমবাপে। আক্ষেপ হয়ে রইলো শুধু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। যে শꦦিরোপার খুঁজেই সম্ভবত রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন এমবাপে।

Link copied!