• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মার্টিনেজ বলে দিলেন ব্যালন ডি‘অর জয়ীর নাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৪:৩৩ পিএম
মার্টিনেজ বলে দিলেন ব্যালন ডি‘অর জয়ীর নাম
ব্যালন ডি’অর জেতার বিষয় নিয়ে কথা বলেন মার্টিনেজ। ছবি : সংগৃহীত

২০২২ সালের ১ আগস্ট 🃏থেকে ২০২৩ সালের ৩১ জুলাই, এই এক বছরের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এবারের ব্যাল💎ন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ৩০ অক্টোবর ২০২২–২৩ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এবারের ব্যালন ডি’অর জয়ী কে হবেন? ফুটবল সমর্থকদের মধ্যে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী 🃏গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দাবি, তিনি জানেন কেℱ হবেন এবারের ব্যালন ডি’অর জয়ী। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার নামও জানিয়েছেন।

এবারের ব্যালন ডি’অরের মূল লড়াইটা ধারণা করা হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও নরওয়ের তারকা আর্লিং হালান্ডের মধ্যে। মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। আর হালান্ড ম্যানচেস্টার সিটির জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল। আবার বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ দুটিই জেতার কীর্তি আছে আর্জেন্টি꧃নার হুলিয়ান আলভারেজের।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে মার্টিনেজেরও। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে🍒 গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলকিপার খেলছেন অ্যাস্টন ভিলার হয়ে। রোববার (১৭ সেপ্ট𒁃েম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার ম্যাচের পর বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’র মুখোমুখি হন তিনি।

সেখানে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি তালিকায় থাকতে পেরেই গর্বিত। বিশ্বকাপ জেতার পর এটা আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। বিশ্বকাপে আমি গোল্ডেন গ্লাভস জিতেছি। আমার অভিযান ওখানেই পরিপূর্ণ হয়ে গেছꦕে।’

ম♔ার্টিনেজ পুরস্কারের জন্য মনোনীত হয়েই খুশি। তাহলে জয়ী হিসেবে কাকে দেখছেন? ‘এটা কে না জানে’ ভঙ্গিতে মার্তিনেজের জবাবটা ছিল এ﷽মন, ‘আমরা জানি কে ব্যালন ডি’অর জিতবে। আমার সতীর্থ মেসি।’

Link copied!