• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পেলেকে সর্বকালের সেরা মনে করতেন ম্যারাডোনাও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ১২:২১ পিএম
পেলেকে সর্বকালের সেরা মনে করতেন ম্যারাডোনাও

বুধবার পেলের চলে যাওয়ায় ফুটবল মাঠে পা রাখা সেরা দুই খেলোয়াড় দুই বছরের ব্যবধানে চলে গেলেন পৃথিবী ছেড়ে। পেলে ও দিয়েগো ম্যারাডোনা আর আমাদের মাঝে নেই। কিন্তু আজ অবধি কে সেরা, পেলে নাকি ম্যারাডোনা তা নিয়ে🐓 বিতর্কে একেকজনের ভিন্ন মত দেওয়া থামছে না।

দুই ‍‍`গ্রেট‍‍` খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল। পেলের অবসরের পরও বহু বছর আন্তর্জাতিক আসর মাতিয়েছেন আর্জেন্টিনার সুপারস্ট🧸ার ম্যারাডোনা। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন কে সেরা? তিনি নাকি পেলে?

ম্যারাডোনা দ্রুত উত্তর দিলেন, "না, না, ম্যারাডোনা ম্যারাডোনা-ই। পেলে ছিলেন সর্বশ্রেষ্ঠ। আমি একজন সাধারণ খেলোয়াড় মাত্র। আমি পেলেকে অনুকরণ করার ꧅চেষ্টা করি না। সবাই জানে যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছিলেন।"

পেলে এবং ম্যারাডোনা উভয়েরই তাদের ক্যারিয়ারজুড়ে একই সংখ্যক শিরোপা জিতেছিলেন। তারা ক্লাব এবং জাতীয় দলের হয়ে ১৪টি ট্রফি জিতেছেন♑। সুইডেনে ১৯৫৮, চিলিতে ১৯৬২ এবং মেক্সিকোতে ১৯৭০ সালে তিনটি🍎 ফিফা বিশ্বকাপ জিতেছেন পেলে। এই রেকর্ড আর কোনো খেলোয়াড়ের নেই।

তারা উভয়েই তাদের জাতীয় দলের সঙ্গে প্রায় সমান সংখ্যক ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে ম্যারাডোনা ৩৪টি গোল করেছেন। ব্রাজিলের হয়ে ৯০টি ম্যাচে ৭৭ গোল পেয়েꦉছেন পেলে।

Link copied!