• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইস্তাম্বুলে পৌঁছে গেছে ম্যান সিটি ও ইন্টার মিলান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৯:০২ পিএম
ইস্তাম্বুলে পৌঁছে গেছে ম্যান সিটি ও ইন্টার মিলান

ইউরোপের ফুটবলের নতুন রাজাকে বরণ নিতে প্রস্তুত তুরস্কের রাজধানী🐭 ইস্তাম্বুল। ইতোমধ্যে শহরটিতে পৌঁছ🍸ে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালিস্ট দল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।

শনিবার (১০জুন) বাংলাদেশ সময় রা🃏ত ১ টায় ইউরোপ সেরার লড়াইয়ে নামবে ম্যানসিটি-ইন্টার মিলান। তার আগে শরীর গরম করতে অনুশীলনে নামার কথা আছে দল দুইট🐽ির।

ইস্তানবুলের আতার্তু⛦ক অলিম্পিক স্টেডিয়ামে দুই দশক পর ৭২ হাজার দর্শক উপভোগ করবে ফুটবলের এই মহারণ। শনিবার ট্রেবল জয়ের লক্ষ্যে মাঠে নামবে পেপ গার্দিওয়ালার ম্যান সিটি। অন্যদিকে ১৩ বছর পর চ্যাম্পিয়নস ⭕লিগ জয়ের জন্য মরিয়া সিমন ইনজাগির ইন্টার মিলান।

ম্যান সিটির ফাইনাল যাত্রা
২০১১-২০১২ মৌসুম থেকে প্রতিবারই চ্যাম্পিয়নস লিগে খেলেছে ম্যান সিটি। তবে ইউরোপ সেরার মুকুট এখনো অধরা হল্যান্ডদের। পোর্তোতে ২✅০২১ সালে চেলসির কাছে হারের পর ইস্তাম্বুলে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে গার্দিওয়ালার দল। তবে এবার দারুণ ফর্মে আছে ম্যান সিটি। ইতোমধ্যে ঘরে তুলেছে প্রিমিয়ার লিগ, এফএ কাপের শিরোপা। শনিবার ইন্টার মিলানকে হারাতে পারলেই ট্রেবল জয়ের ষোলকলা পূর্ণ হবে দলটির।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘জি’ চ্যাম্পিয়ন হয়ে ‘রাউন্ড ১৬’ তে আরবি লেইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। ওই ম্যাচে একাই ৫ গোল দেন হল্যান্ড। এরপর কোয়ার্টার ফাইনালে জার্মানির শক্তিধর ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে ম্যান সিটি। সেমিতে স্প♚েনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে ৪-০ গোলে হারায় নীল-আকাশি জার্সিধারীরা। যদিও দ্বিতীয় লেগ ১-১ গোলে ড্র হয়। ৫-১ গোলে রিয়ালকে হারিয়ে ফাইনালে আসে ম্যানচেস্টারের দলটি।

ইন্টার মিলানের ফাইনাল যাত্রা
এই মৌসুমের গ্রুপ ‘সি’ রানার্সআপ হয়ে রাউন্ড ১৬ তে হারায় পোর্তোকে। 𝔉এরপর কোয়ার্টার ফাইনালে বেনেফিকাকে হারিয়🦩ে সেমি ফাইনাল নিশ্চিত হয় ইন্টার মিলানের। সেমি ফাইনাল মিলান ডার্বিতে পরিণত হয়। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে দুই লেগ মিলিয়ে ৩-০ হারায় ইন্টার মিলান। টিকেট পেয়ে যায় ইস্তাম্বুলে ফাইনাল খেলার।

দুই দলের গোল পরিসংখ্যান
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষের জালে ৩১ গোল দিয়েছে। দলের 🦩হয়ে ♔সর্বোচ্চ ১২ গোল করেছেন ফর্মের তুঙ্গে থাকা হল্যান্ড। অন্যদিকে, ইন্টার মিলান প্রতিপক্ষের জালে ১৯ বার জালে বল জড়িয়েছে। দলটির বসনিয়ান তারকা এডিন জেকো ৪ গোল করেছেন।

বিশ্বের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ফাইনালের ম্যাচ নিয়ে। কার মাথায় উঠবে ইউরোপ সেরার মুকুট? ম্যান সিটি ট্রেবল জিতবে নাকি ইন্টা🦩র ঘরে তুলবে ১৩ বছর পর ইউরোপ সেরার শিরোপা? জানতে হলে আর মাত্র একদিন অপেক্ষা করতে হবে ফুটবল ভক্তদের।

Link copied!