টানা দুই ম্যাচ জয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা বাংꦆলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে মঙ্গল𓆉বার (১৪ মার্চ)। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান।
ম্যাচে টস জিতে ♛বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার বেশ চমৎকার গুছিয়ে খেলতে শুরু করেন। পাওয়ার প্লে`তে স্ꦡকোরবোর্ডে তারা রান তোলেন বিনা উইকেটে ৪৬।
তবে দলীয় রান ফিফটি পার হতেই আদিল রশিদের রিভার্স 🥂সুইং খেলতে গিয়ে ধরা পড়েন রনি। ইনিংসের ৭.৩ ওভারে রনিকে আউট করে আদিল তার প্রথম উইকেট তুলে নেন। আউট হওয়া꧂র আগে রনির ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রান। অপরপ্রান্তে ৩৩ বলে অপরাজিত ৩৯* রান নিয়ে ছিলেন লিটন কুমার। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত।
ইনিংসের ১৩ ওভারে রেহান আহমেদের করা বল ঠেলে ১ রান নিয়ে লিটন দাস পূরণ করে ফেলেন ফিফটি। এই ২৮ বছর বয়সী শেষ টি-টোয়েন্টি ম্যাচে দাপট দেখিয়েই ফিফটি রান তুলেছেন। তার ব্যাট থেকে এসেছে ৭৩ রান। টি-টোয়েন্টিতে এটাই লিটনের সর্বোচ্চ রানের স্কোর। এর আগে ইংলিশদের বিপক্ষে দুই সিরিজে টানা পাঁচ ম্যাচই ছিলেন ব্যর্থ। ক🌄্রিস জর্ডানের বলে ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
লিটনের আউটের পর ꦿমাঠে নামেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি নাজমুল শান্তকে সঙ্গই দেন কেবল। শান্তর ব্যাট থেকে আসে ৩৬ বলে অপরাজিত ৪৭* রান। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাত❀ে পারেননি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করা এই ওপেনার। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। সাকিবের ব্যাট থেকে আসে ৪* রান।
বাংলাদেশের ইনিংস থামে ১৫🌊৮ রানে। হোয়াইটওয়াশ এড়াতে ইংলিশদের ১৫৯ রান তাড়া করে জয় নিশ্চিত করতে হবে।