• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শেষ বলে শিরোপা ইসলামাবাদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০১:১২ পিএম
শেষ বলে শিরোপা ইসলামাবাদের
ট্রফি নিয়ে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ দল। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইমাদ ওয়াসিম সর্বশেষ তিন ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে জিতিয়েছেন। মুলতান সুলতানসের বিপক্ষে ফাইনালেও তার কাছেই এলো দায়িত্ব। আজম খান, ফাহিম আশরাফ, হায়দার আলী তিনজনেই ফিরে♛ছেন খুব দ্রুত। ইমাদকে এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন নাসিম শাহ। নিজের ব্যাটিং সক্ষমতা আবার প্রমাণ করলেন। 

শেষ দুই ওভ𝄹ারে ইসলামাবাদের প্রয়োজন ছিল ১৯ রান। ক্রিস জর্ডানের ওভারে টানা দুই চার মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ইমাদ। সেই ওভার থেকে আসে ১১ রান। শেষ ওভারে দরকার ৮ রান। প্রথম চার বলে ৭ রান নেয়ার পর পঞ্চম বলে ফিরে যান নাসিম। শেষ বলে যখন ১ রান প্রয়োজন তখন থার্ডম্যান দিয়ে চার মেরে জয় নিশ্চিত করেন হুনাইন শাহ।

২০১৮ সালের পর ফের শিরোপা জিতল ইসলামাবাদ। 🅷আর টা♍না তিন ফাইনাল হারল মুলতান। 

করাচিতে জয়ের জন্য ১৬০ রান তাড়ায় আক্রমণাত্বক শুরু করেন কলিন মুনরো। তবে দ্রুতই মুনরোকে (১৭) ফিরিয়েছেন খুশদিল শাহ। সালমান আলী আঘাকেও বিদায় করেছেন খুশদিল। থিতু হতে পারেননি শাদাব। ইফতিখারের বলে বোল্ড হন ইসলামাবাদের অধিনায়ক। মা𒅌র্ট🎃িন গাপটিল রান আউট হন ৩২ বলে ৫০ রান করে। আজম, হায়দার এবং ফাহিম আশরাফের আউটের পর নাসিম শাহের ৯ বলে ১৭ এবং ইমাদের ১৭ বলে ১৯ রান ইসলামাবাদকে জয়ী করে।

মুলতানের ইফতিখার ও খুশদিল ২টি করে এবং উসামা, উইলি ও মোহাম্মদ একটি কওে উইকেট পান।
এরআগে, প্রথমে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারেই ইয়াসির খানের উইকেট হারায় মুলতান। উইলিও ব্যর্থ হয়েছেন। মুলতানের অধিনায়ক রিজওয়ান শাদাবের বলে আউট হন ২৬ রান করে। দ্রুতই বিদায় নিয়েছেন জনসন চার্লস ও খুশদিল। ২০ বলে ৩২ রানে মুলতানকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ইফতিখার। 
২৩ রানে ৫ উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম। 
 

Link copied!