দুর্দান্ত একটি গুগলি ডেলিভারি করলেন সন্দ্বীপ লামিচানে আর সেটা বুঝতে না পেরে লেগ বিফো🌳র উইকেটের ফাঁদে পড়লেন আদিল শফিক। আবেদন করতেই আঙুল তোলেন আম্পায়ার। আর এতেই ওয়ಌানডে ইতিহাসে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন লামিচানে।
মাত্র ৪১ ম্যাচ খেলেই এই কীর্তি গড়ল🅷েন তিনি। ভুবন বিশ্ববিদ্যালয় মাঠে এসিসি প্রিমিয়ার কাপে ওমানের বিপক্ষে আজ এই কীর্তি গড়েন লামিচানে। মাঠে নামার একটাই উইকেট প্রয়োজন ছিল তার।
বল হাতে নিয়ে প্রথম ওভারেই কাঙ্খꦦিত উইকেটের দে𒀰খা পান এই নেপালি স্পিনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে ওয়ানডেতে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার আগের রেকর্ডটি ছি🅰ল রশিদ খানের। ৪৪তম ম্যাচে শততম ওয়ানডে উইকেট পান এই আফগান স্পিনার।
এবার তার চেয়ে তিন ম্যাচ কম খেলে নিজের নামে রেকর্ড লিখিয়ে নিলেন লামিচানে। ২০১৮ সালের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে অভিষে🏅ক হয় লামিচানের। এরপর এখন পর্যন্ত ৪১ ওয়ানডে খেলে তার শিকার ১০২ উইকেট।
বাংলাদেশের হয়ে ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি মোস্তাফিজুর রহমানের। মাত্র ৫৪ ম্যাচেই তিনি শততম উ🧔ইকেটের মালিক বনে যান।