জমজমাট আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছ𝕴ে সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে গড়াবে ফাইনালে উঠাল এই লড়াই।
প্রথমপর্বে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতার ম্যাচ ছিল আহমেদাবাদের এই স্টেডিয়ামে। ১৩ মে সেই ম্যাচ বাতিল হয়ে য𒅌ায় বৃষ্টির কারণে। আট দিনের মধ্যে আবার সেই আহমেদাবাদেই খেলতে নামছে কলকাতা।
কলকাতার পর পর দু’টি ম্যাচ বৃষ🅷্টিতে বাতিল হয়ে গিয়েছে🎉। প্রথমটি আহমেদাবাদে, পরেরটি গুয়াহাটিতে। গুজরাটের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয় কলকাতার।
লিগ তালিকায়🧸 প্রথম দুইয়ে থাকা কলকাতা এবং হায়দরাবাদ। যে দল জিতবে, তারা পৌঁছে যাবে ফাইনালে। হারলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
বুধবার আমদাবাদেই হবে এলিমিনেটর। সেই ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দল জিতবে তারা খেলবে দ্বিতীౠয় কোয়ালিফায়ারে। ওই ম্যাচ জিতলে তবেই ফাইনাল খেলার সুযোগ পাওয়া যাবে।
প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর আহমেদাবাদে হলেও প্লে-অফের পরের দু’টি ম্যাচ𓄧 চেন্নাইয়ে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার খেলার পর কলকাতা এবং হায়দরাবাদ দল চলে যাবে চেন্নাইয়ে। সেখানেই হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল।