যা ধারণা করা হয়েছিল তাই হয়েছে। ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার ও সবচেয়ে বেশি রেকর্ডের মালিক বিরাট কোহলি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে শিরোপা পাইয়ে দিয়ে এই ফরম♏্যাট থেকে অবসর নিলেন। কোহলিকে বিশ্বকাপ দলে না নেওয়ার চক্রান্ত কম হয়নি। সেটা দলের ভেতরে যেমন ছিল, সে দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও ছিল কমবেশি। ভারতের অনেক সাবেক তারকা সহ এক শ্রেণির মিডিয়াও সমালোচনা করে তার জীবনকে অতিষ্ঠ করে তোলে। তাই মনের ক্ষোভে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেন কোহলি। সম্প্রতি এক স্বাক্ষাতকারে কোহলি মনে ক্ষোভ ঝাড়তে গিয়ে বলেন, `আমি অবসর নিয়ে অনেক দূর চলে যাবো, যেখানে গেলে কেউ আমাকে খুঁজে পাবে না।` একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে বাজে সময় আসতেই পারে। কোহলির ক্ষেত্রেও হয়তো সেটা কখনো কখনো হয়। তাই বলে তার মতো একজন চ্যাম্পিয়নকে নিয়ে সমালোচন🅷া করা ঠিক নয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও কোহলির সমালোচনা কম করেননি। অথচ, এই কোহলির কারণেই ভারত এবারের বিশ্বকাপ জিতলো। ৫৯ বলে ২টি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে কোহলি করেন ৭৬ রানের ঝকঝকে ইনিংস। ম্যাচসেরাও হন কোহলি। আসরে মোট ১৫১ রান করেছেন তিনি। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক ৭৬৫ রান করেছিলেন কোহলি। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ম্যাচশেষে কোহলি বলেন, `এটাই আমার শেষ বিশ্বকাপ, এটাই ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি।` উল্লেখ্য,কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার ক্যারিয়ারে মোট ৪১৮৮ রান করেছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে তিনি।