• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বরেকর্ডের চার মাস পরই করুণ মৃত্যু কিপটামের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০২:৫৩ পিএম
বিশ্বরেকর্ডের চার মাস পরই করুণ মৃত্যু কিপটামের
কেলভিন কিপটাম। ছবি: সংগৃহীত

গাড়ি দুর্ঘটনায় করুণভাবে মারা গেলেন কেনিয়ার বিশ্বখ্যাত ম্যারাথন দৌড়বিদ কেলভিন কিপটাম। সঙ্গে মৃত্যু হয়েছে তার কোচ গারভাইস হাকিজমিনার। রোববার কেনিয়ার এলডোরেটে দুর্ঘটনাটি ঘটেছে। মাত্র ২৪ বছর বয়সে থেমে গেল তার দৌড়। চার মাস আগে গত অক্টোবরে ম্যারাথনে বিশ্বরেকর্ড করেছিলেন ღতিনি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট তিন জন ছিলেন। কিপটাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার ঠিক 🔥আগের মুহূর্তে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিপটাম ও তার কোচের। তৃতীয় জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত সপ্তাহে তার দল ঘোষণা করেছিল, কিপটাম রোটেরদাম ম্যারাথনে ২ ঘন্টার🦄 মধ্যে তার দৌড় শেষ করার পরিকল্পনা করছেন। তবে, সকলকে ফাঁকি দিয়ে পরপারেই চলে গ꧅েলেন কিপটাম।

চার বছর আগে প্রথম বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কেলভিন। সেই প্রতিযোগিতার জন্য অ🤡ন্য খেলোয়াড়দের থেকে জুতো ধার করতে হয়েছিল তাকে। 

কেলভিনের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৩ সালে এলিউড কিপছোগের বিরুদ্ধে। এর পরেই গত অক্টোবর মাসে তিনি কিপছোগের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন। শিকাগো ম্যারাথনে ৪২ কিলোমিটার মাত্র ২ ঘন্টা ৩৫ সেকন্ডে সম্পূর্ণ করেন কেলভিন।
 

Link copied!