এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের দুই হাফে দুই ব্রাজিলিয়ানের গোলে ভারতের ক্লাবকে ২-১ ꦬগোলে হারিয়েছে কিংস। বসুন্ধরার হয়ে স্কোর শিটে নাম তুলেন মিগুয়েল দামা𒅌সেনো ও অধিনায়ক রবসান রবিনো।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু꧅তেই আক্রমণে প্রতি-আক্রমণে জমে ম্যাচ ওঠে। ঘরের মাঠে মোহনবাগানের থেকে বল পজিশনে এগিয়ে ছিল কিংস। তবে দুই দলই আক্রমণে সমান ছিল। এদিন শুরুতেই কিংস অ্যারেনার দর্শকদের নিস্তব্ধ করে দিয়ে ১৭ মিনিটে লিস্টেন কোলাসো গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। এক গোল হজম করে ম্যাচে ফেরার জন্য সর্বাত্মক চেষ্টা করে বসুন্ধরা। সে চেষ্টাও সফল হয়েছে ৪৪ মিনিটে গিয়ে। এসময় কিংসের ব্রাজিলিয়ান মিগুয়েল⛄ দামাসেনো বক্সের একটু সামনে থেকে জোরালো শটে গোল করেন। সঙ্গে সঙ্গে গর্জে উঠে কিংস অ্যারেনা। এতেই ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশের ক্লাবটি।
বিরতি থেকে ফিরে দুই দলই এগিয়ে যাওয়া জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণে দুই দলই জমিয়ে তোলে ম্যাচ। তবে কোনো দলই 🍸গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৮০ মিনিটে বসুন্ধরার আরেক ব্রাজিলিয়ান রবসান রবিনোর গোলে এগিয়ে যায়। কিংস অধিনায়কের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় পায় বসুন্ধরা কিংস।