ফেদে🦩রিকো গাট্টির একমাত্র গোলে জুভেন্টাস বর্তমান চ্যাম্পিয়ন ও দিয়েগো ম্যারাডোনার 🍸সাবেক ক্লাব নাপোলিকে হারিয়ে সিরি-এ লিগের শীর্ষে উঠে গেছে।
শুক্রবার রাতে প্রতিপক্ষ মঞ্জা🃏র বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে ডিফেন্ডার ফেদেরিকো চমৎকার প্রচেষ্টায় জয়সূচক গোলটি করেন।
ম্যাচের প্রথমা꧃র্ধে♔ অবশ্য নাপোলি বেশ ভালো খেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা গোল পায়নি। অনেকগুলো সুযোগ নষ্ট করে দলটি।
দ্বিতীয়ার্ধে নাপোলি🌸র স্ট্রাইকার ভিক্টর ওসিমেন সমতা আনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ওজসিচ সেজেসনির সহজ পাস কাজে লাগাতে পারেননি তিনি।
এই জয়ের ফলে লিগ টܫেবিলের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল জুভেন্টাস। তারা ইন্টার মিলান থেকে এক পয়েন্ট এগিয়ে। অন্যদিকে নাপোলি পঞ্চম স্থানে রয়েছে।
জুভেন্টাস ১৫ ম্যাচে ৩৬ এবং ইন্টার মিলান ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়েছে। এসি মিলান ১৪ ম্য🀅াচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, রোমা ২৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। নাপোলিও ২৪ পয়েন্ট পেয়েছে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় রোমা রয়েছে চারে।