জেমি মারে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট꧃ পরিচালক মনোনীত হয়েছেন। গ্র্যান্ড স্লাম-জয়ী ইংল্যান্ডের ডাবলস খেলোয়াড় মারে (৩৭) ২০২৪ সালেও খেলা চালিয়ে যাবেন, তবে কুইন্স আসরে নয়।
গত বছর, সাবেক নারী টেনিস তারকা লরা রবসন নটি🍰ংহাম ওপেন টুর্নামꩲেন্টের পরিচালক হন।
মাত্র কিছুদিন আগে অ꧂্যাবারডিনে স্কটল্যান্ড ও ইংল্🐻যান্ডের মধ্যে ব্যাটল অফ দ্য ব্রিটস ইভেন্টের টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন মারে। ফলে তার এই পদেও অভিজ্ঞতা রয়েছে।
মারে বলেন, ‘লন টেনিস অ্যাসোসিয়েশনের দ্বারা এই সুযোগটি দেওয়া সত্যিকারের সম্মানের বিষয়, বছরে ইভেন্ট টিমের সাথে এমন একটি মর♒্যাদাপূর্ণ এবং সু-সম্মানিত টুর্নামেন্টে কাজ করা খুবই গর্বের।