টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড♓। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময় ৮ মিনিট এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে টস হবে।
ফাইনালকে স্মরণীয় কর🌱ে রাখতেই টসের সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ম্যাচ শুরুর আগে মেলবোর্নে অনুষ্ঠিত হবে মিউজিক্যাল শো। শুধু তাই নয়, ম্যাচ শেষে আতশবাজি প্রদর🐷্শনীর ব্যবস্থাও রেখেছে আয়োজকরা।
অবশ্য মিউজিক্যাল শো কিংবা আতশবাজির এই অনুষ্ঠানের পাশাপাশি ম্যাচও পন্ড হওয়ার শঙ্কায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববার (১৩ নভ♏েম্বর) মেলবোর্নে পুরোটা সময় বৃষ্টির শঙ্কা রয়েছে।
অবশ্য বৃষ্টি হলেও দর্শকদের জন্য মন খারা👍পের কিছু নেই। ফাইনালের জন্য একদিন রিজার্ভ রেখেছে আইসিসি। আর বিশ্বকাপের ম্যাচের আমেজ ধরে রাখতে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন এনেছে আইসিসি। ফাইꦆনালে অন্তত ১০ ওভার খেলা হবে বলেও জানিয়েছে তারা।