বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে টস জিতে বাংলাদেশ ⛎অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ফিল্ডিং করඣার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যারি টেক্টরের ফিফটি রানের সুবাদে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শতরান তুলেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের শুরু🎀টা চমৎকার হয়। মাত্র ১ রানেই ওপেনার পল স্ট্রার্লিংয়ের উইকেট তুলে নেয় টাইগাররা। দলীয় ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা। তবে এরপরই অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর হাল ধরেন। এই দুজন দলীয় রান ফিফটিতে নিয়ে যান। ১২তম ওভারে সাকিব আল হাসানের ওভারের শেষ বলে চার মেরে ফিফটি পূর্ণ করে আই♌রিশরা।
এই জুটি🔯র রানও শতরান পার হয়ে গেছে। হ্য♈ারি ৬২ বলে ৬০ রান করেন। বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে উঠেছিল হ্যারি-বালবির্নি জুটি। বালবির্নিকে আউট করে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম।
এই প্রতিবেদনﷺ লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১২৪ রান নিয়ে বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্যাট করছে।