বৃষ্টি হানা দিয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ꩵদ্বিতীয় ম্যাচেও। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল🥂 ৩টা ১৫ মিনিটে৷ খেলা শুরু হওয়ার কথা বিকেল ৩টা ৪৫ মিনিটে৷ কিন্তু বৃষ্টির কারণে টসই হয়নি।
বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠে গড়িয়েছে ম্যাচ। তবে বৃষ্টির কারণে ৫ ওভার কেটে রাখা হ𝓡য়েছে। ফলে ৪৫ ওভার খেলতে হবে উভয়পক্ষকে। ম্যাচে꧂ টস জিতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের শুরুটা চমৎকার হয়। মাত্র ১ রানেই ওপেনার পল স্ট্রার্লিংয়ের উইকেট তুলে ন🎃েয় টাইগাররা। দলীয় ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা। তবে এরপরই অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর হাল ধরেন। এই দুজন দলীয় রান ফিফটিতে নিয়ে যান। ১২তম ওভারে সাকিব আল হাসানের ওভারের শেষ 🗹বলে চার মেরে ফিফটি পূর্ণ করে আইরিশরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫৮ রা🌠ন নিয়ে ব্যাট করছে স্বাগতিক আয়ারল্যান্ড।