চলতি ট🎶ি-টোয়েন্টি বিশ্বকাপ𝕴ের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। টস জিতে এই ম্যাচে প্রথমে বোলিং করবে আইরিশরা।
দিনের👍 প্রথম ম্যাচ স্কট🐻ল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে বৃষ্টি হওয়াতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে এই ম্যাচ। টানা দুই বিশ্বকাপ মিস করার পর এবারের আসর দিয়ে বিশ্বমঞ্চে ফিরছে জিম্বাবুয়ে।
সব প🐓্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এ সময়ে জিম্বꦉাবুয়ের তিন জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় পাঁচ ম্যাচে।
জিম্বাবুয়ে একাদশ:
🦄রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভ্রে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিলꦰ্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওঁয়ে, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগ্রাভা ও ব্লেসিং মুজারাবানি।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), লকরান টকার, হ্যারি টেক্টর, কারটিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্ক অ্যাডায়ার🌃, সিমি সিং, ব্যারি ম্যাকার্থিﷺ ও জস লিটিল।