• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পেলের খোলা কফিনের সঙ্গে সেলফি তোলার ব্যাখ্যা দিলেন ইনফান্তিনো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৫:২৩ পিএম
পেলের খোলা কফিনের সঙ্গে সেলফি তোলার ব্যাখ্যা দিলেন ইনফান্তিনো

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে মারা গেছেন গত বৃহস্পতিবার। সোম ও মঙ্গলবার🍒 দুই দিনব্যাপী পেলেকে সমাহিত করার প্রস্তুতি সারা হয়।

পেলের অন্ত্যেষ্টিক্রিয়๊ায় এসেছিলেন ফিফা সভাপতি  জিয়ান্নি ইনফান্তিনো। এখানে এসেও তিনি সমালোচনার শিকার হয়েছেন পেলের খোলা কফিনের সঙ্গে সেলফি তুলে। রোনালদো লিমাসহ পেলের সাবেক সতীর্থদের সঙ্গে প্রয়াত পেলের কফিনের সামনে সে⛎লফি তোলার জন্য সমালোচনার পরে ফিফা বস ইনফান্তিনো বলেছেন যে তিনি সমালোচনায় হতাশ।

ইনফান্তিনোর সেলফি দেখে নেটিজেনরা তির্যক মন্তব্য করেন। নেটিজেনরা ফিফা বসকে ‘নীচু শ্রেণির’, ‘আত্মসম্মানহীন’ ও  ‘ভয়ংকর’ বলেছেন।
ইনফান্তিনো এর জবাবে বলেছেন, “আমাদের সবাইকে একসঙ্গে🌼 সেলফি তুলতে বলেছিল কিন্তু তারা কীভাবে এটি করতে হবে, তা জানত না। সুতরাং সাহায্য করার ﷽জন্য আমি তাদের একজনের ফোন নিয়েছিলাম এবং আমাদের সবার ছবি তুলেছিলাম।”

তিনি আরও বলেন, “পেলের একজন সতীর্থকে সাহায্য করার জন্য যদি সমালোচনা সৃষ্টি করে তবে আমি তা গ্রহণ করে খুশি। আমি যেখানেই পারি সেখানেই সাহায্য করতে থাকব। পেলের প্রতি আমি শ্রদ্ধা রাখি। সুতরাং এমন কিছু করব না যাতে তার অসম্মান হয়।”
 

Link copied!