• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বোর্ডার-গাভাস্কার ট্রফি

টেস্ট সিরিজে চাপে থাকবে ভারতই: লাবুশেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০২:১৭ পিএম
টেস্ট সিরিজে চাপে থাকবে ভারতই: লাবুশেন
মার্নাস লাবুশেন। ছবি : সংগৃহীত

শুক্রবার পার্থে ‘বোর্ডার-গাভাস্কার’ ট্রফির প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজ শুরুর আগেই অজি ব্যাটার মার্নাস লাবুশেন বলে দিলেন ভারতই বেশি চাপে থাকবে। পার্থের উইকে꧒টে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে অন্যতম সফল তিনি।

লাবুশেন বলেছেন, ‘কিউইদের বিরুদ্ধে দেশের মাঠে ভারতের ০–৩ হারটা অবাক হওয়ার মতো। এতে ওদের আত্মবিশ্বাসে চিড় ܫধরার সম্ভাবনা। অতীতে কোনো ভারতীয় দল দেশের মাঠে এভাবে লজ🏅্জাজনকভাবে সিরিজ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে বলে আমার জানা নেই। এটা নিশ্চয়ই ওদের মনোবলে ধাক্কা দেবে।’

লাবুশেন আরও বলেন, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা টেস্ট দল। বিশ্বমানের বেশ কিছু খেলোয়াড় ওদের আছে, যারা আগেও অস্ট্রেলিয়ায় খেলেছে। কাজ💃েই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমি নিশ্চিত, সিরিজ খুব উপভোগ্য হবে।’

লাবুশেন ওবলেন, ‘অস্ট্রেলিয়ায় ঘূর্ণি উইকেট হবে না। যেমনটি ভারত ন💮িজেদের মাটিতে পেয়েও হোয়াইটওয়াশ হয়। এখানকার কন্ডিশন আলাদা, পরিস্থিতিও আলাদা।’

পার্থ অপ্টাস স্টেডিয়ামে অভিষেক হবে ওপেনার নাথন ম্যাকসুইনির। তার সঙ্গে অন্য ওপেনার থাকছেন অভিজ্ঞ উসমান খাজা। তিনে নামবেন লাবুশেন ও চার নম্বরে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। পাঁচ নম্বরে নামবেন ট্র্যাভিস হেড। যিনি ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন। তিনি গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে অজিদের জয়ে বিশাল ভূমিকা রাখেন। ছয় ‍নম্বরে নামবেন পেস অলরাউন্ডার মিচেল মার্শ। দলে উইকে💙টকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। আর একমাত্র স্পিনার নাথন লায়ন। তিন পেসারের বাকি দুজন হলেন অধিনায়ক প্যা💧ট কামিন্স ও জস হ্যাজেলউড।

Link copied!