বিশ্বকাপে আনবিটেন থাকা ভারতের মুখোমুখি হচ্ছে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন থ্রি লায়ন্স অধিনায়ক জস বাটলার। রোববার (১৯ অক্টোবর) লক্ষ্ণ🅠ৌতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ♈দুপুর আড়াইটায়।
ভারত বিশ্বকাপের ৫ ম্যাচের সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে ইংলিশর♑া ৫ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে। স্বাগতিকদের একাদশে কোনো পরিবর্তন থাকছে না। বাটলাররাও গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে না🏅মছে।
টস করতে এসে ইংলিশ অধিনায়ক জানান, ভারতের মাটিতে দর্শকপূর্ণ স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। তবে তাদের সেরাটা দিয়ে ক্রিকেট খেলবেন। অন্যদিকে টস হেরে আগে ব্যাট করতে হচ্ছে🔯 রোহিত শর্মাদের। তিনি জানান, তারাও আগে ব্যাট করতে চেয়েছিল কিন্তু আমাদের জন্য পরে ব্যাট করাই ভালো♕, তবে এটা নতুন কিছুর সূচনা হবে। যেটা ভালো খেলার মাধ্যম হবে।
ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়া🥃র, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সি🀅রাজ।
ইংল্যান্ড
জনি🅷 বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।