• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতই বিশ্বকাপ জেতার যোগ্য, বললেন শোয়েব আখতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০২:০৩ পিএম
ভারতই বিশ্বকাপ জেতার যোগ্য, বললেন শোয়েব আখতার
শোয়েব আখতার। ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ম্যাচটা 🅘জিততে পারলেꩲই ভারত ১৬ বছর পর এই বিশ্বকাপের খেতাব জয় করতে পারবে। ২০০৭ সালের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত।

ফাইনাল ম্যাচ নিয়♌ে ভবিষ্যৎবাণী করলেন পাক💫িস্তানের সাবেক  তারকা পেসার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারতই এই বিশ্বকাপের খেতাব জয়ের যোগ্য দাবিদার। গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপেও ভারতের খেতাব জেতা উচিত✨ ছিল। কিন্তু, ফাইনাল ম্যাচে তারা হেরে যায়। রোহিত শর্মার মতো একজন অধিনায়ক, অবশ্যই একট🅷া ট্রফি ডিজার্ভ করেন।’

শোয়েব বললেন, ‘বিরাট কোহলি এমনিতে একজন ওপেনার নন। তাকে তিন নম্বরেই খেলানো উচিত। সেক্ষেত্রে কোহলি দলের স্ট্রাইক রেট বজায় রেখে সামনের দিকে এগিয়ে যান। তিন নম্বরে ꦜবিরাট যথেষ্ট ভালো ক্রিকেট খেলেন। ঋষভ পন্থের উচিত রোহিত শর্মার সঙ্গে ওপেন করা।’

শোয়েব আরও বললেন, ‘ভারতীয় ক্𒀰রিকেট দলকে ফাইনালে দেখতে পেয়ে আমি খুব খুশি। এই দলটা ফাইনালেরই দাবিদার। যে দলের কাছে রোহিত শর্মার মতো একজন ধামাকাদার ব্যাটার রয়েছেন, তাদের চ্যাম্পিয়ন হও🐈য়াই দরকার। রোহিত শর্মা ছাড়াও হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের মতো ম্যাচ উইনার দলকে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। রোহিত শর্মার মতো ব্যাটার বর্তমান বিশ্বে আর একজনও নেই।’

প্রথমবার ফাইনালে উঠায় শোয়েব প্রোটিয়া ক্রিকেট দলকেও শুভেচ্ছা জানালেন। বললেন, ‘ফাইনালে 🅰ওঠার জন্য অসংখ্য অভিনন্দন। যদি এই ম্যাচটা জিততে হয়, তাহলে প্রথমে ব্যাট করতে হবে। এই ম্যাচে ১৫০ রান প্রথম ইনিংসে উঠলেও হাড্ডাহাড্ডি 💝লড়াই হবে। যদি ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নামে, তাহলে স্পিনাররা কখনই তোমাদের এই ম্যাচ জিততে দেবে না।’

Link copied!