• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবিশ্বাস্য ফুটবল উপহার লেভারকুসেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০১:৫৫ পিএম
অবিশ্বাস্য ফুটবল উপহার লেভারকুসেনের
ছবি: প্রতীকী

টানা রূপকথা লিখেই চলেছে জার্মান ফুটবল ক্লাব বায়ার লেভারকুসেন। মৌসুমজুড়ে অপ্রতিরোধ্য থাকা ক্লাবটি আরও একবার অবিশ্বাস্য ফুটবল উপহার দিল এবং দারুণভাবে ঘুরে দাঁড়ালো হারের ম🧜ুখ থেকে। শুধু তা-ই নয়, ইউরোপা🐼 লিগের শেষ আটও নিশ্চিত করলো তারা। 

শেষ ষোলোর দ্বিতীয় লেগে কারাবাগ এফকে ৩-২ গোলে হারিয়েছে লেভারকুসেন। দু☂ই লেগ মিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা। প𝔉্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকার পড়ও ড্র নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি। গতকাল দ্বিতীয় লেগেও আগে হজম করে দুই গোল।

একজন কম নিয়ে খেলে লেভারকুসেনের ওপর চড়াও হচ্ছিল কারাবাগ। ৭২ মিনিটে লেভারকুসেনেꦇর হয়ে এক গোল শোধ দেন জেরেমি ফ্রিমপং। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাজিমাত করেন পাত্রিক শিক। তার জোড়𝓀া গোলে (তৃতীয় ও সপ্তম মিনিটে) প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখে লেভারকুসেন। এনিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকল তারা।

এদিকে দিনের অপর ম্যাচে স্পার্তা প্রাহাকে ৬-১ উড়িয়ে দিয়েছে লিভারপুল। 🧸দুই লেগ মিলিয়ে ১১-২ অগ্রগামিতায় শেষ আটে নাম লেখায় অলরেডরা। এছাড়াও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট হাম, এসি মিলান, রোমা, বেনফিকা, আটালান্টা, মার্শেই।

 

Link copied!