হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে চলতি আইপিএলে বুধবার রাতের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছ꧟ে সানরাইজার্স হায়দরাবাদ। দꦍুই ওপেনার ট্রাভিস হেড ও অভিশেক শর্মার অসাধারণ ব্যাটিংয়ে হায়দরাবাদের জয় নিশ্চিত হয়।
লখনৌয়ের ১৬৬ রানের জবাবে মাত্র ৯.৪ ওভারে ১০ উইকেট হাতে রেখেই টার্গেট অতিক্রম করে হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ। ১২ ম্যাচে তাদের ꦰপয়েন্ট ১৪। হায়দরাবাদের জয়ে আইপিএল থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ট্রাভিস হেড। ১৯ বলে হাফ সেঞ্চু🌺রি করেছেন অভিশেক শর্মা। শেষ পর্যন্ত ট্রাভিস হেড অপরাজিত ছিলেন ৩০ বলে ৮৯ রান করে। সমান ৮টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মেরেছেন তিনি।
অভিষেক শর্মা অপরাজি😼ত ছিলেন ২৮ বলে ৭৫ রানে। ৮টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মেরেছেন তিনি। তার ৬৮ রানই এসেছে চার এবং ছক্কা থেকে। মাত্র ৩৪ বলে ১০০ এবংಌ মাত্র ৫০ বলে ১৫০ রানের জুটি গড়েন হায়দরাবাদের দুই ওপেনার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান করে লখনৌ। ৩০ বলে ৫৫ রানে আয়ুশ বাদোনি এবং💟 ২৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ৩৩ বলে ২৯ রান করেন লোকেশ রাহুল।