আর্লিং হালান্ড চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচেই করলেন হ্যাটট্রিক। তার এই কৃতিত্বে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তারা ইপসুইস টাউনের বিপক্ষে ৪-১ গোলে জয়লাভ করে꧙।
দিনের অপর ম্যাচে ম্যানসিটির নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ১-২ গোলে ব্রাইট🃏নের কাছে পরাজিত হয়েছে।
ঘরের মাঠে ম্যানসিটিকে চমকে দিয়ে সাত মিনিটের সময় গোল করে এগিয়ে যায় ইপসুইচ। এরপর মাত🐓্র কয়েক মিনিটের মধ্যে তিনটি গোল করে গুয়ারদিও♋য়ালার শিষ্যরা। পেনাল্টি থেকে প্রথমে গোল করে সমতা আনে নীল ম্যানচেস্টারের আর্লিং হালান্ড। পরে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুইন। পরে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন নরওয়ের ফুটবল তারকা হালান্ড। সেই সঙ্গে বড় জয় নিশ্চিত হয় তাদের।
অপর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার একেবারে শেষ💛 সময়ে ম্যানইউ’র বিপক্ষে জয়সূচক গোল করে ব্রা🌠ইটন।