মাত্রই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন। স্বদেশী ওয়েইন রুনিকে ছাড়িয়ে ইংলিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন কেইনের দখলে। এবার এই টটেনহ্যাম হটস্𒀰পার তারকা জানালেন দেশের হয়ে তিনি শত গোল করতে চান।
হ্যারি কেইন বিশ্বাস করেন যে, তিনি ইংল্যান্ডের হয়ে ১০০ গোল করতে পারবেন। গত সপ্তাহে ইতালির বিপক্ষে পেনাল্টি দিয়ে ওয়েইন রুনির ৫৩ গোলের রে𓃲কর্ড ভেঙ্গে দেন তিনি। ইউক্রেনের বিপক্ষে রোববারের জয়ে ৫৫তম গোলের মাধ্যমে ২৯ বছর বয়সী কেইন তার দেশের সর্বোচ্চ গোলদাতা হন।
টটেনহ্যাম স্ট্রাইকার ৮২টি ম্যাচ খেলেছেন। যতদিন সম্ভব থ্রি লায়ন্সের হয়ে খে🐼লতে চান। দেশের হয়ে গোলের সেঞ্চুরি করতে চান তিনি।
তিনি বলেন, "১০০ গোল পাওয়া নিশ্চিতভাবে কঠিন হবে তবে আমি কখনোই কিছু হিসেব করি না। আমি এখনো তরুণ। আমি এখনও 🔜ফিট এবং শক্তিশালী। আমি যতদিন পারি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। প্রতিটি ম্যাচেই আমি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা ধাপে ধাপে উন্নতি করব। পরবর্তী পদক্ষেপ ৬০ এর ঘরে যাওয়া।"
তিনি আরও বলেন, "একশত প্রশ্নের বাইরে নয়। এটা খুবই কঠিন হবে কিন্ত▨ু আমাদের দেখতে হবে আগামী কয়েক বছর কেমন যায়।"