ইরানের বিপক্ষে ম্যাচে ডান পায়ের হাঁটুতে হালকা চোট পেয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্🐻যারি কেন। শুক্রবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে বুধবার (২৩ নভেম্বর) তার হাঁটুতে স্ক্যান করানো হবে। এরপরেই তার ইনজুরির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ইরানের বিﷺপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে হাঁটুতে চোট পান হ্যারি কেন। এরপরেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ গ্যারেথ সাউথগেট। কেনের বদলি হিসেবে মাঠে নামেন কালাম উইলসন। এরপরেই সাইডলাইনে কেনকে খোড়াতে দেখা যায়।
𒐪♉কেনের চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন কোচ সাউথগেট। তার ধারণা গুরুতর ইনজুরিতে পড়েননি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এদিকে ইরানের বিপক্ষে ম্যাচে ছিলেন না ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন। এছাড়াও🌠 শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগগুয়ের। তাদেরকেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবꦯাদী কোচ সাউথগেট।