এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ন♑তুন মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। পাকিস্তানি পেসার হিসেবে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট পূর্ণ করেছেন তিনি। ৫০ উইকেট শিকার করতে ২৭ ইনিংস লেগেছে রউফের। একই সমান ইনিংসে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।
রউফ ছ♛োঁড়া একেকটা গোলাবারুদের যেন কোনো জবাব নেই বাংলাদেশি ব্যাটারদের কাছে! নিজের কোটার প্র♈থম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন পাক এই পেসার। নাঈম শেখ ও তাওহীদ হৃদয়কে আউট করার সঙ্গে সঙ্গে কটি মাইলফলকও স্পর্শ করলেন রউফ।
দ্রুততম পঞ্চাশ উইকেটের রেকর্ডটি পাকিস্তানের পেসার হাসান আলির দখলে রয়েছে। মোটে ২৪ ম্যাচে এমন নজির গড়েছিলেন তিনি। এছাড়া ২৫ ম্যাচে ৫০ উইকেট দখলে নিয়♑েছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি🍌।
লাহোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনিংসের অষ্টম ওভারে প্র🧸থমবার আক্রমণে এসেই সাফল্যের দেখা পান রউফ। নাসিমের জায়গায় আসা হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়েছিলেন নཧাঈম শেখ। খাড়া ওপরে উঠেছে ক্যাচ। নিজেই সেটি নিয়েছেন রউফ।
এক ওভার বাদꦉে ইনিংসের নবম ওভারে আবারো আক্রমণে আসেন হারিস রউফ। আবারো সাফল্য। এবাꦓর শিকার বানান তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়কে।