• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইনজুরির কবলে হারিস রউফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৬:৩০ পিএম
ইনজুরির কবলে হারিস রউফ
হারিস রউফ। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেট আসর শুরু হওয়ার পর মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। শেষ হতে আরও প্রায় এক মাস সময় বাকি। কিন্ত🅷ু এর মধ্যেই পুরো আসর থেকে ছিটকে গেলেন হা🐓রিস রউফ। 

কাঁধের ইনজুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার। যা থেকে সেরে উঠতে চার-ছয় সপ্তাহ সময় 🐼লাগবে। এমনটাই জানিয়েছে তার দল লাহোর কালান্দার্স।

শনিবার করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট পান রউফ। তবে ইনিংসের দ্বিতীয় শেষ বলে হাসান আলীর ক্যাচ নিতে গিয়ে চোট পান তিনি। তৎক্ষণাত ব্যথায় কাতরাতে থাকেন ডানহাতি এই পেসার। যদিও রউফের সেই ক্যাচ লাহোরকে টানা চতুর্থ হার থেকে বাঁচাতে🎃 পারেনি। নাটকীয় সেই ম্যাচে ২ উꦏইকেটের জয় পায় করাচি।

আসর👍ের আগের তিন ম্যাচে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি রউফ। ওভার প্রতি খরচ করেছেন ১১ রান করে।  

রউফের ইনজুরি নিয়ে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘দলের জন্য বড় একটা ধাক্কা। তবে সে পাকিস্তানেরও মূল বোলার এবং সামনে আমাদের অনেক খেলা আছে। ফলে বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সেরে উঠতে যথাসম্ভব সর্বোচ্চ সময় দিতে। ’
 

Link copied!