বাংলাদেশ বনাম ভারত সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণ করেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। এরপর থেকে দুই দেশের মꦕধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তাকে নিয়ে। ভারতীয় এই অধিনায়ক তার এই ব্যবহারের জন্য কি পাবেন কোনো বড় শাস্তি? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। অবশেষে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনের মাধ্যমে জানা গেলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন হারমানপ্রীত।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয় ভারতীয় অধিনায়ক আইসিসি আচরণবিধি൲র লেভেল-২ পর্যায়ের অপরাধ করেছেন। এই জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই খেলোয়াড়। আইসিসির আচরণবিধির নিয়𓄧ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় যদি ৪টি ডিমেরিট পয়েন্ট পান তাহলে সেই খেলোয়াড়ের নামের পাশে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। ফলে পরবর্তী ১টি টেস্ট ম্যাচ, ২টি ওয়ানডে কিংবা ২টি টি-টেয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সেই খেলোয়াড়।
হারমানপ্রীত যদি 💛আইসিসি থেকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন, তাহলে এই বছরের সেপ্টেম্বরে চীনে এশিয়ান গেমসের ২ ম্যাচে মাঠে নামতে পার𒁏বেন না তিনি।
এর আগে, আচরণ ভাঙ্গার কারণে ইতিমধ্যে ম্যাচ রেফারি ম্যাচ ফির ৭৫ শতাংশ এ♓বং ৪ টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার জন্য আইসিসির🦩 কাছে প্রস্তাব করেছে।