মাত্র কয়েকদিন আগে ꦬইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের (এপিএল) শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ডাবল ট্রফি জেতার সুযোগ ছিলো পেপ গার্দিওলার শিষ্যদের সামনে। কিন্তু সেটা হতে দিলো না ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার সক💯ালে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বি ম্যানসিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করেছে এরিক টেন হাগের দল।
২০১৬ সালের পর প্রথমবার এবং সবমিলিয়ে ১৩ বার ইংল্যা♋ন্ডের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের শিরোপা জিতলো ইউনাইটেড। ১৪ বারের মতো এই শিরোপা জিতে সবার উপরে আছে আর্সেনাল। এই শিরোপা জেতায় আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিটও পেল রেড ডেভিলরা।
যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণ, বল দখল ও গোলমু🍌খে শট নেওয়ায় এগিয়ে ছিল ম্যানসিটি। তবে এক পর্যায়ে ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ম্যাচের ৩০ মিনিটে আলেহান্দ্রো গারনাচো প্রথম গোলটি করেন। ৩৯ মিনিটে দলের🎶 ব্যবধান দ্বিগুণ করেন কোবি মাইনো।
বিরতির পর♓ গোল শোধ করত🐽ে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। খেলার একেবারে শেষদিকে একটি গোল শোধ করতে পারে তারা। ৮৭ত মিনিটে ফিল ফোডেনের অ্যাসিস্টে বল জালে জড়ান জেরেমি ডোকু। বাকি সময় কোনোভাবেই জালের খোঁজ পায়নি ম্যানসিটি।