• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হারলেও ইতালির ইতিবাচক দিক দেখছেন মানচিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৭:২১ পিএম
হারলেও ইতালির ইতিবাচক দিক দেখছেন মানচিনি

ইউরো ২০২৪ এর বাছাই পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। বর্তমান চ্যাম্পিয়নরা বৃহস্পতিবারের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হেরে যায়। এই ম্যাচে হার হলেও ইতালির ইতিবাচক দিক দেখছেন দলটির কো🦄চ রবার্তো মানচিনি।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে অভিষেক হওয়া মাতেও রেতেগুই গোল করে ইতালির𝔍 ব্যবধান কমানোর চেষ্টা করেন। ইতালি তার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল।

বড় ব্যবধানে🍒 হেরে গেলেও এই ম্যাচে ইতিবাচক দিক দেখছেন ইতালির কোচ মানচিনি।

তিনি বলন, "আমরা ভালো শ🐼ুরু করেছিলাম। যা আমরা প্রথমার্ধের বাকি অংশে করতে পারিনি🌊। আমি দ্বিতীয়ার্ধে একটি দুর্দান্ত ইতালীয় দল দেখেছি এবং এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক।"

তিনি আরও বলেন, "ইংল্যান্ড ম্যাচে বিপজ্জনক। আমরা প্রথম (গোল) সুযোগ দিয়েছিলাম আমাদের বিশৃঙ্খলা ও বিক্ষিপ্ততার কারণে। তারপর পেনাল্টিটিও ছিল কর্নার থেকে। আমার মনে হয় বিরতির পরে আমরা অন্তত আরেকটি গোল করার অবস্থায় ছিলাম। আমরা পরবর্তীতে দৃঢ়তার সঙ্গে শুরু করতে পারলে আ♛শা করি জয় দিয়েই শেষ হবে।"

ইতালি আগামী রোববার তাদের পরবর্তী ইউরো কোয়াল♔িফায়ার ম্যাচ খেলতে মাল্টায় যাবে।

Link copied!