টুর্নামেন্টের ৫ ম্যাচের সবগুলোতেই তার হাফ সেঞ্চুরি। একটি ম্যাচে তো অল্পের জন্য শত꧃রান হাতছꦐাড়া হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেছেন, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন, ছক্কা হাঁকিয়েছেন সব থেকে বেশি। সঙ্গত কারণেই এমার্জিং এশিয়া কাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সেদিকউল্লাহ অটল। আফগানিস্তানের ২৩ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে তাই এবার আলোচনার টেবিলে ঝড় উঠতেই পারে।
আফগানিস্তানের ২৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার সেদিকউল্লাহ সচরাচর ওপেন করেন। ইতোমধ্যেই আফগা🌄নিস্তানের সিনিয়র দলের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত আলাদা করে নজর কাড়তে পারেননি। ৬টি ইনিংসে সংগ্রহ করেছেন সাকুল্যে ৭২ রান।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে অটলের সার্বিক টি-টোয়েন্টি ক্যারিয়ার রীতিমতো ঝকঝকে। এ✅খনও পর্যন্ত ৪৩টি ম্যাচের ৪২টি ইনিংসে ব্যাট করতে নেমে সেদিকউল্লাহ সংগ্রহ করেছেন ৩৬.৮৬ গড়ে ১৪০১ রা𝓀ন। হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। স্ট্রাইক রেট ১৩১.১৭।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অ𝔉পরাজিত ৯৫ রানের, যা তিনি🍌 এবারের এমার্জিং এশিয়া কাপের আসরেই উপহার দেন।
এবার এমার্জিং এশিয়া কাপের ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে সেদিকউল্লাহ ১২২.৬৬ গড়ে সংগ্রহ করেন সব থেকে বেশি ৩৬৮ রান। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বাবর হায়াতের (১৬২) থেকে দ্বিগুণেরও বেশি রান ক🥀রেছেন অটল। হাফ সেঞ্চুরি করেছেন ৫টি ম্যাচেই।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৫ রানের, যা টুর্নামেন্টের সেরা। চার মেরেছেন ২৩টি। ছক্কা হাঁকিয়েছেন টুর্নামেন্টের সব থেকে বেশি ১৯টি। ১৪৭.৭৯ স্ট্রাইক রেটে রান সংগ্๊রহ করেছেন সেদিকউল্লাহ।
এমার্জিং এশিয়া কাপে সেদিকউল্লাহর সংগ্রহ শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩, বাং🥀লাদেশের সঙ্গে অপরাজিত ৯৫, হಌংকংয়ের বিরুদ্ধে ৫২, ভারত ম্যাচে (সেমিফাইনাল) ৮৩ এবং শ্রীলঙ্কার বিপক্ষে (ফাইনাল) অপরাজিত ৫৫ রান।