ম্যানচেস্টার সিটিকে এবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শಞিরোপা জিতিয়েছেন পেপ গার্দিওলা। যার স্বীকৃতি স্বরূপ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা বা মৌসুমসেরা কোচের পুরস্কার তিনি।
পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে আছেন ৬ বছর। এর মধ্যে ৫ বারই ম্যান সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন তিনি। সিটিকে লিগ শিরোপা উপহার দিয়ꦅেছেন এবারও। &ꦰnbsp;শুধু লিগ শিরোপা জয়ই নয়, পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও স্বপ্নের ফাইনালে তুলেছেন ম্যান সিটিকে।
শুধু এলএমএর সেরাই নয়, প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ও নির্বাচিত হয়েছেন গার্দিওলা। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি জিতলেন এই পুরস্কার। এখ𒆙ানেও তার উপরে রয়ে🤪ছেন ফার্গুসন। ১১ বার এই পুরস্কার জিতেছেন তিনি।
আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। এই ফাইনাল জিতলে মৌসুমে ট্রেবল জেতা🐼র সুযোগ আসবে গার্দিওলার সামনে। ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই এই কীর্তি গড়া হয়ে যাবে তার।