গ্রামীণ ব্যাংক শিক্ষানবি♋স অফিসার পদে একাধিꦡক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
গ্রামীণ ব্যাংক
পদের নাম
শিক্ষানবিস অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়
যোগ্যতা
যেকোনো𓃲 বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি/তিন বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ♈ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
প্রয়োজন নেই
বয়স
০৮-১২-২০২৪ তারি💛খে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর♛ হতে হবে ।
কর্মস্থল
দেশের যেকোনো স্থানে
বেতন
নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিস অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হব꧙ে। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায়𝔉 সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ৯ম গ্রেড ২২০০০- ৫৩০৬০ টাকার বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেয়া হবে।
আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১০ ডিসেম্বর ২০২৪