• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্মিথ-কামিন্সদের বাজবল আয়ত্ত করার পরামর্শ অস্ট্রেলিয়ার সাবেক পেসারের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৮:৩০ পিএম
স্মিথ-কামিন্সদের বাজবল আয়ত্ত করার পরামর্শ অস্ট্রেলিয়ার সাবেক পেসারের
ফাইল ছবি

ইংল্যান্ডের মাটিতে ২০০১ সালের পর থেকে অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ জিততে পারিনি। এবারে অ্যাশেজ সিরিজে ২-১ ব্যাবধান෴ে এগিয়ে আছে অজিরা। তাই অজিদের স𓃲ামনে সুযোগ অ্যাশেজ সিরিজ জয়ের। অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় গ্লেন ম্যাকগ্রা মনে করেন অ্যাশেজ সিরিজ জিততে হলে প্যাট কামিন্সদের রপ্ত করতে হবে বাজবল ক্রিকেটের কৌশল।

অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে আগে থেকেই জানা ছিলো ম্যাচে হানা দেবে বৃষ্টি। সেই অনুযায়ী অজিরা আক্রমণাত্মক ক্রিকেট না খেলে ম্যাচে টিকে থাকার জন্য রক্ষণশীল ক্রিকেট খেলেছে। অস্ট্র꧒েলিয়ার এমন খেলাকে ভালো ভাবে নে🉐ননি অজি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।

গ্লেন ম্যাকগ্রা বলেন, “ আমি শিকার করি ইংলিশরা চতুর্থ ম্যাচে অধিপত্য বজায় রেখেছিলো। এই সিরিজে চতুর্থ💫 ম্যাচে ইংলিশরা সেরা খেলা খেলেছিলো বাজবল কৌশলে। বাজবলের কৌশল এই ম্যাচে কাজে দিয়েছে। ত🦹বে বেন স্টোকস তৃতীয় দিনের আগে ইনিংস ঘোষণা করলে এই ম্যাচটা জিততে পারতো।”

গ্লেন ম্যাকগ্রা মনে করেন সিরিজ জিততে হলে বাজবল ক্রিকেট থেকে কিছু কৌশল গ্রহণ করবেন কামিন্স এবং টিম ম্য🐲ানেজন্টে। অস্ট্রেলিয়াকে আরও আক্রমণান্তক ক্রিকেট খেলতে হবে। ম্যাচের বাজে বলগুলোকে বাউন্ডারিতে পরিণত করতে হব꧋ে। ভয় ডরহীন ভাবে খেলতে হবে।

 

 

Link copied!