• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তামিম ফেরায় আনন্দিত মুশফিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ১২:০৯ পিএম
তামিম ফেরায় আনন্দিত মুশফিক

হুট করে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষ হওয়ার পরের দিন সংবাদ সম্মেলন করে বিদায়ের কথা জানান তিনি। এ🔯মন সিদ্ধান্তে তামিমের জাতীয় দলের অনেক সতীর্থ কষ্ট পান, অনেকে আবার তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছিলেন। তামিমকে শুভকামনা জানিয়েছি⭕লেন মুশফিকুর রহিমও। একদিন পর তামিম অবসর ভেঙে ফেরায় খুশি হয়েছেন মুশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারত না। আমরা আবার মাঠে একসঙ্গে খেলব শুনে খুব আনন্দ হচ্ছে। ইনশা আল্লাহ, এটা আমাদℱের জন্য নতুন শুরু এবং একসঙ্গে মিলে নিকট ভবিষ্যতে আমরা বাংলাদেশের অসাধারণ সাফল্য বয়ে আনব।’

তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসায় খুশি তার 𝔍সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। স💞ামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশা আল্লাহ।’

এদিকে তামিমের ফিরে আসায় মাহমদুউল্লাহ রিয়াদও ভালোবাসায় সিক্ত করেছেন তাকে। তবে তামিমের এই সিদ্ধান্তে নিশ্চয়ই তার দলের সব সতীর্থই খুশি হওয়ার𝓰 কথা।

Link copied!