সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জাদুকর পেলে ২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখ মারা গিয়েছিলেন। এর প্রায় দেড় বছর পর মারা গেলেন পেলের মা সেলেস্তে আরান্তেস। শুক্রবার স্থানীয় এক হাসপাতালে ১০১ বছর বয়সে মারা যান ꦚতিনি।
তিনবারের বিশ্ব𒉰কাপ জয়ী ব্রা🌳জিলের কিংবদন্তি তারকা পেলের মারা যাওয়ার খবর তার মা জানতেনই না। তিনি গত ৫ বছর ধরে আলাদা জগতে ছিলেন। ৮ দিন আগে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের🃏 পক্ষ𒅌 থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
পেলে ফাউন্ডেশন থেকেও এক বিবৃতি দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, ‘আজকে আমরা সবাই মর্মাহত। সেলেস্তিনহার মৃত্যুতে আমরা শোকাহত এই নামেই তার ছেলে তাকে ডাকতো। ডোনা সেলেস্তে একজন গর্বিত মা এবং আ🧸জীবন তাকে ভালোবা𝔍সা ও সম্মানের সহিত স্মরণ করা হবে।’
তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।