বর্ণবাদ 💛বিরোধী প্রচারণায় আফ্রিকান দুইটি দেশের সঙ্গে আর্ন্তজাতিক প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রথম ম্যাচে বড় ব্যবধানে গিনিকে হারিয়েছে ভিনিসিয়াস জুনিয়ররা। এবার দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য আরেক আফ্রিকান দেশ সেনেগালের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (২০ জুন) পর্তুগালের লিসবনে বℱাংলাদেশ সময় রাত ১টায় ম🃏ুখোমুখি হবে দুই দল।
কাতার বিশ্বকাপে ভরাডুবির🔯 পর খালি হাতে ফিরে লাতিন আমেরিকার দেশটি। সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় নেইমাররা। এরপর দলের কোচের দায়িত্ব সরে দাঁড়ান তিতে। ফিফা উইন্ডোতে আগের ম্যাচে গিনিকে ৪-১ গোলে হারায় ভিনিসিয়াস জুনিয়ররা। গিনিকে হারিয়ে ছন্দ ধরতে রাখতে চাইবে ভিনিরা।
ভিনিসিয়াসরা এবার র্যাঙ্কিংয়ের ১৮ নম্বর দলের বিপক্ষে খেলবে। দলটির সবচেয়ে বড় তারকা খেলোয়াড় সাদিও মানে। এদিকে হাঁটুর ইনজুরির কারণে এ ম্য💜াচে খেলবেন না রদ্রিগো। এবার আফ্রিকান দলটির বিপক্ষে এক ধরনের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে কাসেমিরোর দল।
বর্ণবাদের প্রতিবাদে আগের💧 ম্যাচের মতো এ 𓄧ম্যাচেও কালো জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা।