বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয়♛ ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে মঙ্গলবার (১৪ মার্চ)। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সমꦏয় বিকেল ৩টায়। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান।
ম্যাচে টস জিতℱে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
বাংলাদেশের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। দুই ওপেনার ডেভিড মালান ও ফিল সল্ট রানের খাতা 🐽খুলতে না খুলতেই তানভীর ইসলাম উইকেট তুলে নেন। প্রথম ওভারের ৩ নম্বর বলে সল্টের ভুলে লিটন দাস স্ট্যাম্প করেন। ব্যাটারের ভুল হলেও লিটন দ্রুত বল স্ট্যা💦ম্পে লাগাতে ভুল করেননি। দলীয় মাত্র ৫ রানেই পতন ঘটে ইংলিশদের প্রথম উইকেটের।
তানভীরের আন্তর্জাতিকে এটাই অভিষেক ম্যাচ। প্রথম ম্যাচের প্রথম ওভারেই তিনি আন্ত🎃র্জাতিক ক্যারিয়ারের ঝুলিতে ভরে নিলেন প্রথম উইকেট। প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ না পেলেও শেষ ম্যাচে ডাক পেলেন, নিজের সামর্থ্যের প্রমাণও রাখলেন এই ২৬ বছর বয়সী স্পিনার।